সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মহা পরিকল্পনা ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প পর্যালোচনা ও হালনাগাদ করণ বিষয়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসাহাক আলী। কর্মশালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কনসালটেন্ট মোহাম্মদ আবুল বাশার, টিম লিডার প্রফেসর গোলাম মোর্তুজা, উপজেলা প্রকৌশলী নয়ন রায়, নগর পরিকল্পনাবিদ রুবাইয়াত শাহরিয়ার রুপম, এলজিইডির সিএমও কবীর উদ্দীন ও রাউফুর রাহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী বলেন, “উন্নয়নের প্রতিটি ধাপে নিরাপত্তা ও টেকসই পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সাঘাটার অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে।”
এ সময় অংশগ্রহণকারীরা স্থানীয় চাহিদা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।