সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ডেভিলহান্ট অপারেশনে নারী সহ ৮জনকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। গতকাল রাতে তাদেরকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গেফতার করা হয়।
এর মধ্যে উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদ সদস্য জসিম মোল্লা ও মদনপুরা ইউপির এক ব্যবসায়ীকে ডেভিল হান্টে গ্রেফতার করা হয়। এছাড়া ওয়ারেন্ট ভুক্ত এক নারী সহ দুইজন, সাজাপ্রাপ্ত একজন, দাশপাড়া ইউপি থেকে মারামারি মামলায় একজন, মাদক মামলায় একজন ও ৩৪ ধারায় এক জনকে বাউফল পৌরশহর থেকে গ্রেফতার করা হয়েছে। বাউফল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।