শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

নতুন উপাচার্য পেলো পবিপ্রবি

বাকৃবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্যটি জানা যায়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উপাচার্য হিসেবে যোগদানের তারিখ থেকে পাঁচটি শর্তে তাকে নিয়োগ দেয়া হয়েছে।

শর্তগুলো হলো- উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর হবে। উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

রিসার্চগেটের তথ্যমতে উচ্চমাত্রার সূচকের জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের রিসার্চ আর্টিকেলের মোট সংখ্যা ১২৪ টি এবং সাইটেশনের সংখ্যা এক হাজার ৭০৩টি। সম্প্রতি তিনি খাদ্য নিরাপত্তা, বিষাক্ত ভারী ধাতু এবং খাদ্য শৃঙ্খলে অ্যান্টিবায়োটিক অবশিষ্টাংশ, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, ভেষজ ওষুধের প্রভাব নিয়ে গবেষণা করছেন৷

এছাড়া গুগোল স্কলার্সের তথ্য মতে সাইটেশন সংখ্যা দুই হাজার ২০০, এইচ-ইনডেক্স সংখ্যা ২৫, আই১০-ইনডেক্স সংখ্যা ৫৯।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম * নতুন উপাচার্য পেলো পবিপ্রবি
সাম্প্রতিক সংবাদ