লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে শুকুর আলী (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শুকুর আলী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের আব্দুল ওহাব উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে শুকুর আলী ভাটারা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ১৪-১৫ দিন আগে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। তবে তার কাছে বৈধ কোনো ভ্রমণ নথিপত্র পাওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শুকুর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানা গেছে।