আন্দোলন থেকে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে বিরোধ তৈরি মধুর ক্যান্টিনের সামনে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঠিক আগ মূহুর্তে মিছিল নিয়ে মধুতে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
যদিও বুধবার বেলা ৩টায় সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল। কিন্তু ধাক্কাধাক্কি ও বিক্ষোভের মুখে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরও সংবাদ সম্মেলন শুরু করা যায়নি।
পরে সোয়া পাঁচটার দিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের অন্যতম আবু বাকের মজুমদার নতুন দলের নাম ঘোষণা করেন। তখনও বিক্ষুব্ধ কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়।
নতুন ছাত্র সংগঠনের নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।পদ বঞ্চিত হয়েছেন দাবি করে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়।
নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সদস্য সচিব জাহিদ আহসান। মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির এবং মুখপাত্র আশরেফা খাতুন।
দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সদস্য সচিব মাহির আলমের নাম ঘোষণা করা হয়।
সংগঠনটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাথে এর সাংগঠনিক কাঠামোর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সাথেও কোনো সম্পর্ক থাকবে না।
শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক একটি ছাত্র সংগঠন হিসেবে এই সংগঠন কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
তারা জানান, গণঅভূত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না থাকলে হাসিনা পালাতো না। ১৭ তারিখ থেকে আন্দোলন চালিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তারা বলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুধু সহ-সমন্বয়ক হিসেবে রিফাত রশিদকে রাখা হয়েছিলো। যখন নতুন ছাত্র সংগঠন তৈরির ঘোষনা আসলো তখন তাকেও বঞ্চিত করা হয়েছে। রিফাত রশিদকে ছাড়া কোনো নতুন ছাত্র সংগঠন তৈরি করতে দেওয়া হবে না।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ হয়েছেন। কিন্তু ৫ তারিখের ওর সব ক্রেডিট নিতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটার জন্য আমদের ভাইরা জীবন দেয়নি।
এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাবিতে আসার করনে সংবাদ সম্মেলন আপাতত স্থগিত করে ঢাবি শিক্ষার্থীরা।