লিমন মিয়া, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩নং ওয়ার্ডের সদস্য লাল মিয়া। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে জনসেবার সঙ্গে সম্পৃক্ত লাল মিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চান মিয়া চানু, জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক শরিফুজ্জামান জামালী রুবেলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে নতুন প্যানেল চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।
নতুন দায়িত্ব গ্রহণের পর লাল মিয়া বলেন, “আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবা করব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের কল্যাণে কাজ করার জন্য সবার সহযোগিতা চাই।”
দায়িত্ব গ্রহণ শেষে তিনি বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, লাল মিয়ার নেতৃত্বে ইউনিয়নের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক হাসিনা বেগম একটি আদেশ জারি করেন, যার ভিত্তিতেই লাল মিয়াকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।