শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

নাভারণ বিএনপির দু’নেতাসহ ২১ জনকে অব্যাহতি

বেনাপোল প্রতিনিধি
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে যশোরের ঝিকরগাছা উপজেলায়  নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই অভিযোগে নাভারণ নয় নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার যশোর জেলা বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে, দলীয় পরিচয়ে নানা ধরনের অপকর্মের দায়ে নাভারণের ১৫ ব্যক্তির সাথে দলীয় নেতৃবৃন্দের কোনো সংশ্রব না রাখার আহবান জানানো হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। ওই ব্যক্তিরা হলেন নাহিদ, মিজান, অসিম, মিলন হোসেন, সোহাগ ডাক্তার, জসিম, মিজাক আলী, বাবু, রফি, জাহিদ আলী, আব্দুর রশিদ, তারেক, মামুন, ইদ্রিস আলী ও বাবু।
শুক্রবার যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নাভারণ * বিএনপি * বেনাপোল প্রতিনিধি * মনির হোসেন
সাম্প্রতিক সংবাদ