নাভারণ বিএনপির দু’নেতাসহ ২১ জনকে অব্যাহতি
বেনাপোল প্রতিনিধি
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে যশোরের ঝিকরগাছা উপজেলায় নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই অভিযোগে নাভারণ নয় নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার যশোর জেলা বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে, দলীয় পরিচয়ে নানা ধরনের অপকর্মের দায়ে নাভারণের ১৫ ব্যক্তির সাথে দলীয় নেতৃবৃন্দের কোনো সংশ্রব না রাখার আহবান জানানো হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। ওই ব্যক্তিরা হলেন নাহিদ, মিজান, অসিম, মিলন হোসেন, সোহাগ ডাক্তার, জসিম, মিজাক আলী, বাবু, রফি, জাহিদ আলী, আব্দুর রশিদ, তারেক, মামুন, ইদ্রিস আলী ও বাবু।
শুক্রবার যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।