মুহম্মদ আবুল বাশারঃ
ময়মনসিংহে মোটর সাইকেলসহ চার ছিনতাই কারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর আকুয়া গরুর খোয়াড় মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্য(ওসি) শফিকুল ইসলাম জানান, ওয়ারেন্ট তামিল এবং ছিনতাইকারী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে বুধরাত মধ্যরাতে এসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ আবু সায়েম এটিএসআই মোঃ আশরাফুল আলমসহ ৩নং পুলিশ ফাঁড়ি পুলিশের একটি টিম খবর পায় আকুয়া গরুর খোয়াড় মোড়ে ছিনতাইকারীরা এক মোটরসাইকেল আরোহীর পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তার মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে।
পুলিশ দ্রুত আকুয়া গরুর খোয়ার মোড়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ তসলিম আহম্মেদ, মোঃ রুবেল ও মোঃ পারভেজ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।