রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “অপরাধ হলে আশপাশের মানুষ প্রতিরোধ না করে মোবাইল বের করে ভিডিও করছেন। আমি অনুরোধ করব, আসুন, সবাই প্রতিরোধ গড়ে তুলি। যদি কেউ বিপদে পড়ে, তবে সবাই একসঙ্গে এগিয়ে আসি।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি সংলগ্ন নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
নাগরিক দায়িত্ব ও অপরাধ দমনের গুরুত্ব
ডিএমপি কমিশনার বলেন, “আগে মানুষ অপরাধ দেখলে প্রতিরোধের চেষ্টা করত, কিন্তু এখন সেটি দেখা যাচ্ছে না। এখন সবাই শুধু ভিডিও করছে, অথচ যার ওপর হামলা হচ্ছে, তার সাহায্যে এগিয়ে আসা জরুরি।”
তিনি আরও বলেন, “শুধু পুলিশ নয়, নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখা উচিত। কারণ, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই নিরাপদ নগরী গড়ে তোলা সম্ভব।”
অভিযান জোরদার ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
তিনি জানান, অপরাধ দমনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপি কমিশনারের এই আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা মনে করেন, জনসচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।