শিরোনাম
মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «    সিলেটের কোয়ারি থেকে বালু-পাথর তোলার অনুমতি নিয়ে শুরু হয়েছে চক্রান্ত   » «    শব্দদুষনে অতিষ্ঠ সিলেটবাসী, বাড়ছে নানা রোগ   » «    ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «   

জবি শিক্ষার্থী সৈকতের ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নাটকের প্রদর্শনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী আদনান মাহমুদ সৈকত নির্মিত ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নাটকের প্রথম প্রদর্শনী হয়।
বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নাটকটি প্রথম প্রদর্শিত হয়। নাটকটির মাধ্যমে আদনান মাহমুদ সৈকতের বঙ্গতে অভিশেখ হয়।
নাটকটিতে অভিনয় করেছে, আদনানের চরিত্রে পার্থ শেখ, জিনিয়া চরিত্রে মারিয়া হোসেন শান্ত, তারেক চরিত্রে হানিফ পালোয়ান, জেসমিন চরিত্রে তাসপিয়া ইসলাম, বন্ধু হিসেবে মুস্তাফিজ তোফা (জবি নাট্যকলা শিক্ষার্থী),বাড়িওয়ালার চরিত্রে শফিকুল ইসলাম।
পরিচালনা করেছেন আদনান মাহমুদ সৈকত, গল্পটি লিখেছেন রাবি আহমেদ শেখ, প্রযোজনা করেছেন খালেদ সজীব।
পরিচালক আদনান মাহমুদ সৈকত বলেন, ২০১৬ সাল থেকে আমি কনটেন্ট নির্মাণের সাথে জড়িত। ২০২২ সালে আমি প্রথম কনটেন্ট তৈরি করি। ২০২২ থেকে ২০২৪, দুই বছর লেগেছে আমার একটা কমার্শিয়াল কাজ করতে। কিন্তু আমি অনেক খুশি কাজ করার জন্য আমি একটা ভালো টিম পেয়েছি, যাদের সাহায্যে এই কাজটি করতে পেরেছি।  আশা করি সামনে আরো ভালো কোন কাজ নিয়ে আশবো আপনাদের কাছে।
আগামী ৬ সেপ্টেম্বর দেশের স্বনামধন্য ওটিটি প্লাটফর্ম বঙ্গোতে  ‘আলাদীন প্রদীপে যেভাবে দৈত্যা এলো!’ নাটকটি মুক্তি পেতে চলেছে। বক্তব্যের শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক বজলুর রহমান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভগের শিক্ষক রাগিব রহমান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়র সাধারণ শিক্ষার্থীরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ