শিরোনাম
ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «    ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক   » «    কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «   

শ্রীপুরে বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর শ্রীপুরে আওয়ামীলীগের সাবেক নেতা হাফিজুর এর শালা লিয়াকত ও তার ছেলে মাহীন এবং তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা বাড়ী ঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও যুবদলের অফিস ভাংচুর এবং মারধর এর প্রতিবাদে শ্রীপুর ৫নং ওয়ার্ড বি.এন.পি ও যুবদলের আয়োজনে বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার মাধখলা বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,হাজী মহসিন  সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপির, ফজলুর রহমান  দপ্তর সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপির,আমির হোসেন সাংগঠনিক সম্পাদক ৫ নং ওয়ার্ড শ্রমিক দল,আব্দুল হক পৌর যুবদল,বিল্লাল হোসেন ৫ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনে আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শ্রীপুরে বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন
সাম্প্রতিক সংবাদ