শিরোনাম
মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «    সিলেটের কোয়ারি থেকে বালু-পাথর তোলার অনুমতি নিয়ে শুরু হয়েছে চক্রান্ত   » «    শব্দদুষনে অতিষ্ঠ সিলেটবাসী, বাড়ছে নানা রোগ   » «    ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «   

সাতক্ষীরায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদক জব্দ. গ্রেপ্তার ১

 

 সাতক্ষীরা:

সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদক জব্দ করেছে বিজিবি। রোববার ভোররাতে চালানো এ অভিযানে আটক করা হয় মোহাম্মদ গাজী নামের এক ব্যক্তিকে। তিনি সদর উপজেলার ভারুখালী গ্রামের নাসিম গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সদরের ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকায় একদল চোরাকারবারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় অন্যরা পালিয়ে গেলেও বিজিবি’র হাতে আটক হন মোহাম্মদ গাজী। আটককৃত মোহাম্মদ গাজীর কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল এলএসডি,২ কেজি হেরোইন,৩শ’ ৩৭ বোতল ফেন্সিডিল। যার বাজার মুল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সাতক্ষীরায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদক জব্দ
সাম্প্রতিক সংবাদ