শিরোনাম
মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «    সিলেটের কোয়ারি থেকে বালু-পাথর তোলার অনুমতি নিয়ে শুরু হয়েছে চক্রান্ত   » «    শব্দদুষনে অতিষ্ঠ সিলেটবাসী, বাড়ছে নানা রোগ   » «    ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «   

শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে তা ৭ দিন আগেও ভাবেন নি তিনি: সম্পাদক নওশাদ জমির

পঞ্চগড় জেলা প্রতিনিধ:
পঞ্চগড়ে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির বলেছেন, শেখ হাসিনাকে যে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে সেটা শেখ হাসিনা ৭ দিন আগেও ভাবে নি। কিন্তু তাকে পালিযে যেতে হয়েছে। পালিয়ে যেতে হয়েছে কারণ বাংলাদেশের মানুষ একটা নতুন দিগন্তের সূচনা করেছে। বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন প্রত্যয় এসেছে, আমরা আর এ ধরণের সৈরাচার ব্যবস্থা বাংলাদেশে চাই না। সেই কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে শেখ হাসিনাকে পরিত্রাণ করেছি।
তিনি শনিবার (৩১ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা শহরের বানিয়া পাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল পঞ্চগড় জেলা শাখা’র আয়োজিত  সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় নওশাদ জমির বলেন, একটা দেশ যখন অপ পরাধীনতার মধ্যে থাকে, সেটা থেকে যখন একটা দেশ মুক্ত হয় সেটা স্বাধীনতা। বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা এসেছে। ব্রিটিশরা আমাদের দেশে ২০০ বছর ছিল, এর পর পাকিস্তান ২৩ বছর শ্বাসন করে গেছে। এখন গত ১৫ থেকে ১৭ বছর আমাদের স্বাসন করেছে আওয়ামী লীগ। কারণ এ সময়ে আমাদের কারো বাক স্বাধীনতা ছিল না। গুম- খুন এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী ছিল।
সভায় জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক মনোরঞ্জন বনিক, পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ কুমার, বাবু সুভাষ চন্দ্র রায় সহ সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সদর উপজেলার প্রায় তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী  অংশ নেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শেখ হাসিনা * সম্পাদক নওশাদ জমির
সাম্প্রতিক সংবাদ