শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

থ্রী স্টার কতৃক উদ্যোক্তাদের মৎস্য, মুরগী ও ফলের বাগানে ক্ষতি প্রায় ৫০ লাখ

উদ্যোক্তা পোল্ট্রি এন্ড মেডিসিন কতৃক পরিচালিত থ্রী স্টার কতৃক তিন বন্ধ হাজারও সপ্ন নিয়ে দেশ ও জাতীর কল্যানে ভুমিকা রাখবেন। কিন্তু বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেছে মৎস, মুরগী ও ফলের বাগান।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে সিংবাহুড়া গ্রামের মধ্যম আয়ের বিদেশ ফেরত সহ তিন বন্ধু গোলাম মোস্তফা পেয়ার, রফিকুল আলম রফিক ও সাহাদাত হোসেন পারভেজ প্রায় ৫ একর ভুমি ইজারা নিয়ে বিভিন্ন শ্রেণির মৎস, মুরগী খামার ও ফলের বাগান চাষ শুরু করেন। কিন্তু দক্ষিণ অঞ্চলের ৭টি জেলায় বন্যায় ক্ষতি গ্রস্থের মধ্যে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার তার ব্যাতিক্রম নয়। প্রায় ৩ ফুট পানির নিছে তাদের সকল শ্রেণির খামার গুলো।

কৃষি ব্যাংক, এনজিও ও ব্যাক্তিগত ঋনের বোজা মাথায় নিয়ে চোখে মুখে বিষন্নতা। কি ভাবে পরিশোধ করবেন এতো ঋন?

থ্রী স্টার কতৃক উদ্যোক্তাদের মধ্যে রফিকুল আলম রফিক জানান, প্রাকৃতিক বন্যায় কেড়ে নিল আমাদের হাজার স্বপ্ন। ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা। আমরা কি ভাবে ঘুরে দাড়াবো?

আরেক সদস্য সাহাদাত হোসেন পারভেজ জানান, প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি মাথায় নিয়ে দিশেহারা হয়ে, এ মুহূর্তে আমরা সরকারী ভাবে সহযোগিতা পেলে আমাদের ব্যবসা গুলোকে প্রতিষ্ঠিত করে আবারো ঘুরে দাঁড়াতে পারবো। এতে দেশ ও জাতীর কল্যাণে সহায়ক হবে।  আমরা আশা করছি সরকার আমাদের মত খামারিদের কথা চিন্তা করে আমাদেরকে বিভিন্ন বিনা সুদে ঋণের ব্যবস্থা করলে আমরা ঘুরে দাড়াতে পারবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ