শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

চাঁপাইনবাবগঞ্জের ইসমাইল খান বারোমাসি কাটিমন আম উৎপাদনে সফল।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ইসমাইল খান শামীম বারোমাসি আম কাটিমন চাষ করে একজন সফল উদ্যোক্ত হওয়ার সাথে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন।

জানা গেছে , শামীম লেখাপড়া শেষ করে চাকুরীর পিছনে না ছুটে ২৩ নিজস্ব জমিতে ২০২০ কাটিমন আম বাগানের জন্য জমি তৈরি, গাছ লাগানো, গাছে

সার ও সেচ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া বড় বড় ভিন্ন জাতের আম গাছ গুলোকে টপ ওয়ার্কি করে  কাটিমন আম গাছে রুপান্তর করেন। তার আমবাগান তৈরি করতে ৪০ লাখ টাকার উপরে বিনিয়োগ করা হয়েছে।

  তিনি সফল হওয়ায় লক্ষ্যে দিনের অধিকাংশ সময় বাগানে থাকেন এবং নিজে শ্রমিকদের সাথে কাজ করেন। বর্তমানে গাছ গুলোতে আম ধরা শুরু হয়েছে। ইতোমধ্যে  ২০০০ কেজির অধিক আম সংগ্রহ করা হয়েছে। গাছগুলোতে রয়েছে এখনো প্রচুর আম। এবছর কাটিমন আমের দাম স্থানীয় বাজার গুলোতে  ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। কিন্তু সারাদেশে বন্যা পরিস্থিতির কারণে দাম কমলেও  আবারো আমের বাজার দর উঠতে শুরু করেছে। আমের ব্যবসা বর্তমানে অনলাইনে করা হচ্ছে এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় আম বাজার শিবগঞ্জের কনসাটে আম বিক্রয় করা হচ্ছে হাম বাজার জাত করে কোন অসুবিধা নেই। শামীম জানান, দেশে আম বাজার জাত করণে কোন অসুবিধা নেই।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কাটি মন আম কৃষক বন্ধব বছরের যখন ইচ্ছে তখন আম নেওয়া যায় । আমরা ইতিমধ্যেই ৬৫০ কেজি আম ফ্রান্সে বিক্রি করেছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা থাকলেও  পরিবহন বিশেষ করে বিমানে এক কেজি আম পাঠাতে পূর্বে ১৮০  টাকা লাগতো সেখানে এখন ৫০০ টাকা দিতে হচ্ছে। ইতোমধ্যে আম রপ্তানির জন্য সিন্ডিকেট তৈরি হয়েছে। মাঠ পর্যায় যারা আম উৎপাদন করছেন তাদের উৎপাহিত করতে সিন্ডিকেট ভেঙ্গে সরকারি উদ্যোগে আম বিদেশে রপ্তানির জন্য টেকসই পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে জানান উদ্যোক্তা ইসমাইল খান শামীম। এটা করা হলে আম বাগানীরা উৎসাহিত হবে এবং রপ্তানি যজ্ঞ আম তৈরিতে আরো সচেষ্ট হবে বলে মনে করেন উদ্যোক্তা ইসমাইল খান শামীম।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ