শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

জুনিয়র শিক্ষক দ্বারা লাঞ্ছিত সিনিয়র শিক্ষকের বিচারের দাবি

গত ২৭শে আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ছিদ্দিক বিভাগের একাডেমিক কমিটির সভার আইন বিভাগের সহকারী অধ্যাপক ম. আলী মুর্শেদ কাজেম কর্তৃক ‘সন্ত্রাসি হামলা ও লাঞ্চনার’ অভিযোগ করে রে বিচারের দাবিতে রেজিস্টারের কাছে অভিযোগপত্র জমা দেয়।
২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ অনুষ্ঠিত আইন বিভাগের ১২১ তম  একাডেমিক কমিটির সভায়  জুনিয়র শিক্ষক ম. আলী মুর্শেদ কাজেম কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনার সুষ্ঠু-তদন্ত সাপেক্ষে বিচার দাবির আবেদন করছেন।
আবেদনপত্রে, কোর্স বণ্টন নিয়ে আলোচনার এক পর্যায়ে ম. আলী মুর্শেদ কাজেম মৌখিক নির্যাতন , সন্ত্রাসী হামলা ও শারীরিককভাবে চরম লাঞ্চিত করেন বলে অভিযোগ করেন আবু বকর ছিদ্দিক। এছাড়াও তার বক্তব্যে অতীতেও অভিযুক্ত জুনিয়র শিক্ষক কর্তৃক বেশ কয়েকবার  হেনস্থার বিষয়টি ওঠে এসেছে।
মো: আবু বকর ছিদ্দিক অভিযোগ করে বলেন, “আমি যে ঘটনার শিকার হয়েছি, তার সঠিক তদন্ত ও ন্যায়বিচার পাওয়ার জন্য অভিযোগপত্র জমা দিয়েছি।সাবেক উপাচার্য আবদুল মঈন, যিনি আইন বিভাগেরও ডিন ছিলেন, আমাকে নানা হুমকি দিয়ে এই ঘটনা বাড়তে না দেওয়ার জন্য চাপ দেন। ফলে, আমি অভিযোগপত্র জমা দিতে পারিনি। এছাড়াও, অভিযোগপত্র জমা না দেওয়ার জন্য তিনি বিভিন্নভাবে আমাকে ভয় দেখিয়ে শাসিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করবে, যাতে সত্য উদঘাটিত হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট অভিযোগ পত্রের বিষয় জানতে চাওয়া হলে,তিনি অভিযোগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ