ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, জেলা শহরের মধ্যপাড়ার মরহুম স্বপন মিয়ার ছেলে মহিবুল ইসলাম চঞ্চল (৩৮) ও পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে শাহীন ৪৮।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ আগস্ট) সকালে আখাউড়া সুলতান পুর রোডে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় রেলওয়ে কেবিনের পূর্ব পাশে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চঞ্চল ও শাহীন মোটরসাইকেলে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোড্ডা রেলওয়ে ক্যাবিনের পূর্ব পাশে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশা সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলর দুই আরোহী নিহত হয়। এসময় অটোরিকশার ৫ জন আরোহী কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।