শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

বেরোবিতে বন্যাদুর্গদের জন্য গণত্রাণ কর্মসূচি 

বেরোবি প্রতিনিধি:
আকস্মিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছে। এমন অবস্থায় বন্যাকবলিত এলাকায় সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহে গণত্রান কর্মসূচি আয়োজন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা।
 শনিবার ( ২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে (২নং গেইট) বিকেল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত এই কর্মসূচি চলবে।
কর্মসূচির অংশ হিসেবে এখানে পৃথক পৃথক ৩টি টেবিল বসানো হয়েছে। এদের মধ্যে কোনো টেবিলে শুকনা খাবার,আবার কোনো টেবিলে নগদ অর্থ সংগ্রহ, আবার কোনোটিতে কাপড় চোপড়।
এসময় শিক্ষার্থীরা বলেন,মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আমরা বন্যাকবলিত এলাকায় যতটুকু পারি সেই চেষ্টায় এই কর্মসূচির আয়োজন করেছি।এখানে অনেকে এসে শুকনা খাবার,কাপড় ও নগদ অর্থ নিয়ে লোকজন আসতেছে।আমরা এই ত্রান সামগ্রী সংগ্রহ করার পর বন্যা কবলিত এলাকায় পাঠিয়ে দিবো। এভাবে আমরা বন্যা কবলিত এলাকায় সামান্য সাহায্য করার ক্ষুদ্র চেষ্টা করছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বেরোবিতে বন্যাদুর্গদের জন্য গণত্রাণ কর্মসূচি
সাম্প্রতিক সংবাদ