সাভারে শিক্ষার্থী নিহতে ৩টি মামলায় ৯১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
সাভার প্রতিনিধি:
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২ জন শিক্ষার্থী নিহতের পরিবার ২২ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ও অপর একজন ২৩ আগস্ট শুক্রবার গুলি এবং ভাংচুরের অভিযোগে সাভার মডেল থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেছেন। এ ৩টি মামলায় ২১৬ জনের নামউল্লেখ করে ৭০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়।
নিহত শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকতের বাবা নজররুল ইসলাম বৃহস্পতিবার গভীর রাতে সাভার মডেল থানায় হত্যা মামলা (নং-০৭) দায়ের করেন। এ মামলায় ১২৬ জননের নামউল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামী করেন। অপর হত্যা মামলাটি (নং-০৮) দায়ের করেন নিহত শিক্ষর্থী শ্রাবণ গাজীর পিতা মান্নান গাজী। এ মামলায় ৮৫ জনের নামউল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামী করা হয়েছে। অপর মামলাটি দায়ের করেছেন মঞ্জু মিয়া (৪৬) নামে এক ব্যক্তি। তিনি গত ২৩ আগস্ট শুক্রবার এ মামলায় ৫ জনের নামউল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামী করেছেন।
নিহত শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকতের বাবা নজরুল ইসলাম পিতার মামলায় ১। শেখ হাসিনা, পিতা-মৃত শেখ মুজিবুর রহমান, ২। ওবায়দুল কাদের, পিতা-মৃত মোশাররফ হোসেন, ৩। আসাদুজ্জামান খান কামাল, পিতা-আশরাফ আলী খান, ৪। মোহাম্মদ এ আরাফাত, পিতা-মোহাম্মদ সেতাব উদ্দিন, ৫। ডাঃ এনামুর রহমান (৬৭), পিতা-মৃত আক্তারুজ্জামান খান, ৬। মঞ্জুরুল আলম রাজিব, পিতা-মৃত ওয়াসিল উদ্দিন, ৭। হাজী আব্দুল গণি, সাবেক মেয়র, সাভার পৌরসভা, ৮। নজরুল ইসলাম মানিক মোল্লা, পিতা-মৃত ইব্রাহিম মোল্লা, ৯। ফখরুল আলম সমর, পিতা-মৃত ওয়াসিল উদ্দিন, ১০। ফারুক হাসান তুহিন, পিতা-হাজী আব্দুল গণি, ১১। মাজহারুল ইসলাম রুবেল (৩৭), পিতা-রফিকুল ইসলাম, ১২। সাইদুর রহমান সুজন, সাবেক চেয়ারম্যান, ১৩। শামীম আহমেদ এপিএস, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ১৪। মিঠুন সরকার (৩৫), পিতা-প্রফুল্ল সরকার, ১৫। রাজু আহমেদ, পিতা-শাহাবুদ্দিন, ১৬। আতিকুর রহমান আতিক, পিতা-মো: ইউসুফ আলী, ১৭। মোবারক হোসেন খান পলক, সহ-সভাপতি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ, ১৮। মোঃ আব্দুল কুদ্দুস (৩৬), পিতা-মোঃ আব্দুল হালিম বেপারী, ১৯। সেলিম মন্ডল (৪৭), পিতা-ইব্রাহিম মন্ডল, ২০। কামরুল হাসান শাহীন (৪৮), পিতা-হাজী মোঃ আব্দুল গণি, ২১। মেহেদী হাসান তুষার (৪৫), পিতা-হাজী মোঃ আব্দুল গণি, ২২। সায়েম মোল্লা (৪৭), সাধারণ সম্পাদক, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ, ২৩। আব্দুর রব, যুগ্মআহবায়ক, সাভার থানা যুবলীগ, ২৪। রাজু মোল্লা (৩২), পিতা-সামাদ মোল্লা, ২৫। জাকির হোসেন ওরফে মামা জাকির, রাজ প্যালেস, হেমায়েতপুর, ২৬। মোঃ ইসরাফিল (মনা), পিতা-মৃত ইউনুস, ২৭। রায়হান ইসলাম রিপন (২৮), পিতা-অজ্ঞাত, সাবেক সভাপতি, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, ২৮। আপেল মাহমুদ (৪৩), পিতা-মৃতশুকুর মুন্সি, ২৯। মাসুম দেওয়ান (২৫), পিতা-হোসেন আলী, ৩০। হাসান আলী (৪৮), পিতা-অজ্ঞাত, ৭ নম্বর ওয়ার্ড, ৩১। হৃদয় সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, ৩২। জীবন সরকার, পিতা-অজ্ঞাত, সদস্য, সাভার উপজেলা ছাত্রলীগ, ৩৩। সোহেল রানা, সাবেক চেয়ারম্যান, সাভার সদর ইউনিয়ন, ৩৪। আহমেদ ফয়সাল নাঈম তূর্য্য (৩০), পিতা-মৃত আবু আহম্মেদ নাসিম পাভেল, ৩৫। পাভেল (তোতলা পাভেল) (৩৫), পিতা-হেবজু মিয়া, ৩৬। আব্দুর রাজ্জাক (৫০), পিতা-আঃ রহমান, ৩৭। প্রবাল (৪৫), পিতা-আবু আহমেদ খান নাঈম, ৩৮। হাজী মোঃ আব্বাস আলী (৬০), পিতা-ছাদেম আলী মাতবর, ৩৯। মোঃ হাবিজ উদ্দিন (৫৫), পিতা-মৃত আলিমুদ্দিন, ৪০। হান্নান মিয়া (৪৫), পিতা-মৃত আব্দুল লতিফ, ৪১। মোঃ রাজা মিয়া (৪০), পিতা-মৃত আমিনুল ইসলাম পেকা, ৪২। মোঃ গিয়াস উদ্দিন (৫৫), পিতা-আলিমুদ্দিন, ৪৩। ফজলুল হক (ফজা) (৫৫), পিতা-জুলমত, ইমান্দিপুর, ৪৪। মোঃ আব্দুর রব (৪০), পিতা-মৃত জলিল, ৪৫। সাগর (২৮), পিতা-আব্দুর রাজ্জাক, ৪৬। শরিফুল ইসলাম শরীফ, উপজেলা সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ, ৪৭। রুবায়েত ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক, সাভার মডেল কলেজ ছাত্রলীগ, ৪৮। মোঃ মমতাজুল হক জনি, পিতা-আলাউদ্দিন কন্টাক্টর, ৪৯। আমজাদ হোসেন (৬০), পিতা-ইসরাফিল মিয়া, ৫০। সোহাগ (৩০), পিতা-লাবিব উদ্দিন লাবু, ৫১। রমজান মিয়া (৩২), পিতা-অজ্ঞাত, মজিদপুর, ৫২। রুবেল (৩৫), পিতা-লাবিব উদ্দিন লাবু, ৫৩। উজ্জল (৪০), পিতা-অজ্ঞাত, মজিদপুর, ৫৪। আব্দুল মতিন (৫৫), পিতা-অজ্ঞাত, দিলখুশাবাগ, ৫৫। মহিদুল ইসলাম রুবেল (গিট্টু রুবেল), পিতা-দেলোয়ার হোসেন, ৫৬। আসিফ (২৫), পিতা-অজ্ঞাত, জেনারেটর মালিক, ৫৭। মোহাম্মাদ হোসেন (৫৩), পিতা-আব্দুল গনি মিয়া, ৫৮। মোঃ রমজান আলী (৫২), পিতা-অজ্ঞাত, ৫৯। সাইফুল ইসলাম (৪২), পিতা-আইয়ুব আলী, ৬০। কিরণ (৪৫), পিতা-মৃত সাত্তার মিয়া, ৬১। ইউনুছ পারভেজ (৪৫) (ডিস ব্যবসায়ী), শাহীবাগ, ৬২। সিদ্দিক (৫৭), পিতা-অজ্ঞাত, শাহীবাগ, ৬৩। হামিদ (৫৫), পিতা-অজ্ঞাত, ডগরমোড়া, ৬৪। মামুন (৪২), পিতা-অজ্ঞাত, ডগরমোড়া, ৬৫। লতিফ (১৯), পিতা-মুস্তফা, সাভার মডেল কলেজ রোড, ৬৬। নুরুল আমীন রানা (৫২), পিতা-মৃত আলমাছ, ৬৭। মুকুল (৫২), (সাবেক দুদুক কর্মকর্তা ইকবাল মাহমুদের ছোট ভাই), ৬৮। শিশির, (৪০), পিতা-অজ্ঞাত, ডগরমোড়া, ৬৯। মোঃ নাজমুল হাসান লিমন (৪৮), পিতা-মোসলেম উদ্দিন, ৭০। তোফায়েল হোসেন তোফা সানি (৫৫), পিতা-আনোয়ার, ৭১। মোঃ রানা পিতা-মোঃ হালিম বেপারী, ৭২। কামরুল ইসলাম (৪৫), পিতা-ইউসুফ বেপারী, ৭৩। শান্ত (২২), পিতা-অজ্ঞাত, ৭৪। জাহিদ (৫০), পিতা-অজ্ঞাত, ৭৫। জহির (৪৫), পিতা-শুকুর আলী, ৭৬। সহিদ (৫৩), (আজাম শহিদ, মুসলমানী করায়), ৭৭। আতিকুর রহমান আতিক (৪৪) (আতিক বাঙ্গালী), ৭৮। মুকুল (৪৯), পিতা-অজ্ঞাত, ৭৯। ওসমান মোল্লা (৪৮), পিতা-অজ্ঞাত, (ছামাদ মোল্লার ভাই), ৮০। রাব্বী (২০), পিতা-রেজাউল, ৮১। শাওন (২২), পিতা-জুয়েল, ৮২। কায়কোবাদ (৫৬) পিতা-গঞ্জেরআলী, ৮৩। আব্দুল আলীম (৫২), পিতা-গঞ্জেরআলী, ৮৪। মকবুল (৩৬), (সেন্টুর ভাতিজা), ৮৫। রাশেদ (৪২), পিতা-রোস্তম, ৮৬। রমজান আলী (৪২), পিতা-মৃত মোঃ জমির আলী, ৮৭। আব্দুর রহিম (৫৮), পিতা-মৃত সিরাজুল ইসলাম, ৮৮। হারুন (৪৩), পিতা-অজ্ঞাত, ডগরমোড়া, ৮৯। খোয়াছ ওরফে লম্বা খোয়াছ (৫৯), পিতা-অজ্ঞাত, ব্যাংক কলোনী, ৯০। নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাভার পৌর হকার্স লীগ, ৯১। আতাউর রহমানি অভি (৩৫), সাবেক সভাপতি, সাভার পৌরছাত্রলীগ, ৯২। বিল্লাল (হুন্ডা বিল্লাল) (৩৮), পিতা-অজ্ঞাত, দেওগাঁও, ৯৩। মোঃ জসিম উদ্দিন (৬০), পিতা-মৃত ওফাজ উদ্দিন ডিলার, ৯৪। মহসিন বাবু (৪২), পিতা-কারী ওয়াদুদ, ৯৫। টিপু (৩৫), পিতা-মৃত মতিন, ৯৬। খাটা মনির (৪০), পিতা-অজ্ঞাত, আড়াপাড়া, ৯৭। রাজু (২২), পিতা-তাহের, ডগরমোড়া, ৯৮। আশরাফুল ইসলাম (৫৬), পিতা-আঃ রাজ্জাক, ঝাউচর উত্তরপাড়া, ৯৯। শাহ আলম, পিতা-সাইজুদ্দিন, ১০০। জসিম উদ্দিন, পিতা-মনসুর গোয়াল, ১০১। হোসেন আলী, পিতা-লাল মিয়া, ১০২। গিয়াস উদ্দিন, পিতা- ১০৩। নাদিম, পিতা-বারেক মোল্লা, ১০৪। ইদ্রিস (জহিরের ভায়রা), পিতা-অজ্ঞাত, ডগরমোড়া, ১০৫। রনি, পিতা-আঃ রাজ্জাক সিকদার, ১০৬। এরশাদুর রহমান এরশাদ (৫৮), পিতা-মৃত আফসান ফকির, ১০৭। মিনহাজ উদ্দিন মিনা (৫২), পিতা-মৃত আফাজ উদ্দিন মোল্লা, ১০৮। দেলোয়ার হোসেন দিলু, পিতা-মৃত মনির উদ্দিন, ১০৯। রাজীম ভূইয়া মিশু (৩৮), পিতা-জি.এম সেলিম, ১১০। মোঃ নাসির উদ্দিন লিটন (৫০), পিতা-হোসেন আলী, ১১১। মজিবর (৫২), পিতা-অজ্ঞাত, ব্যাংক টাউন, ১১২। আরিফ ওরফে টুন্ডা আরিফ (৩২), পিতা-রুচি মিয়া, ১১৩। সাইফুল ইসলাম (৪৫), পিতা-আলী বক্স, ১১৪। ফয়সাল (৩৫), পিতা-হাকিম মিয়া, ১১৫। কাবুল মিয়া, পিতা-অজ্ঞাত, চাইল্ড হ্যাভেন স্কুল, ১১৬। মোঃ শিপলু (৫০), পিতা-মৃত আঃ হালিম, তালবাগ, ১১৭। মোঃ আঃ গফুর (৫০), পিতা-অজ্ঞাত, ব্যাংক কলোনী, ১১৮। মোঃ বিল্লাল (হানিফের ভাই) (৪০), পিতা-অজ্ঞাত, ব্যাংক কলোনী, ১১৯। আক্তার মাস্টার (৪৫), পিতা-মৃত অজ্ঞাত, ডগরমোড়া, ১২০। মুকুল (চিকনা মুকুল) (৪৮), পিতা-অজ্ঞাত, ডগরমোড়া, ১২১। বারেক মোল্লা (৫০), পিতা-অজ্ঞাত, ১২২। সজীব আহমেদ জয় (২২), পিতা-লুৎফর রহমান, ১২৩। সেলিম আহমেদ ওরফে জুট সেলিম (৫০), পিতা-আবু সিদ্দিক, ১২৪। লিয়াকত হোসেন (৫৫), চেয়ারম্যান, ভাকুর্তা ইউনিয়ন, ১২৫। হাজী সেলিম (৫০), ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ১২৬। রফিক (৩৫), পিতা-কদম মোল্লা। এ মামলায় ১২৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকাল ৬টার দিকে মো. আব্দুল আহাদ সৈকত সাভারের থানা রোডের মুক্তিরমোড় (আক্কেল আলী মোড়) এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। ১নং ও ১০নং ক্রমিকের আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় উল্লেখিত আসামিরা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরাসহ আওয়ামী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা আরও আসামিরা হামলা চালায়। তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধাওয়া করে যাকে পায় তাকেই এলোপাতাড়ি পেটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এ সময় আসামিদের আগ্নেয়াস্ত্রের গুলি মো. আব্দুল আহাদ সৈকতের মাথার বিভিন্ন অংশে বিদ্ধ হলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। আন্দোলনে অংশগ্রহণকারী অন্য ছাত্ররা তাকে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত আব্দুল আহাদ সৈকতের বাবা বাদী হয়ে আমাদের থানায় একটি হত্যা মামলা করেছেন।
অপর হত্যা মামলাটি দায়ের করেন নিহত শিক্ষর্থী শ্রাবণ গাজীর পিতা মান্নান গাজী। এ মামলায় ৮৫ জনের নামউল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আসামীরা হলেন ১। ওবায়দুল কাদের (৭০) সাধারণ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ২। আসাদুজ্জামান খান কামাল (৬৮) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ৩। ডাঃ মোঃ এনামুর রহমান (৬৫) সাবেক এমপি, ঢাকা-১৯, সাভার, জেলাঃ ঢাকা, ৪। ফারুক হাসান তুহিন (৫৫) সভাপতি, আশুলিয়া থানা আওয়ামী লীগ, পিতা-আব্দুল গনি, ৫। মোঃ সাইফুল ইসলাম (৫২) সাবেক এমপি, ঢাকা-১৯ থানা-আশুলিয়া, জেলাঃ ঢাকা, ৬। মোঃ মঞ্জুরুল আলম রাজীব (৫৫), সাভার উপজেলা সাবেক চেয়াম্যান, ৭। হাজী আব্দুল গলি (৭০) মেয়র সাভার পৌরসভা, থানা-সাভার, জেলাঃ ঢাকা, ৮। মোঃ সোহেল রানা (৪৮), চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ ৯। মোঃ সাইদুর রহমান সুজন (৪৯) সাবেক চেয়ারম্যান বিরুলিয়া ইউনিয়ন পরিষদ, ১০। সেলিম মন্ডল (৫২), চেয়ারম্যান বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ১১। ফকরুল আলম সমর (৫২), চেয়ারম্যান তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদ ১২। মোঃ সাহাবুদ্দিন (৫৭), চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ, ১৩। মোঃ সাইফুল ইসলাম (৫৫) চেয়ারম্যান বনগাঁও ইউনিয়ন পরিষদ, ১৪। মোঃ আতিকুর রহমান আতিক (৩৬), সভাপতি সাভার উপজেলা ছাত্রলীগ, ১৫। মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা (৬৩), কমিশনার সাভার পৌরসভা, ১৬। আকতারুজ্জামান সোহেল (২৭), সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ১৭। হাবিবুর রহমান লিটন (২৭), সাধারণ-সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮। তাকিদ (২৫), ছাত্রলীগ নেতা, ১৯। সুদীপ্ত শাহিন (৪৮), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০। নাহিদুর রহমান (সাগর) (৪০) ২১। সোহাগ মেম্বার (৩৫), কুরগাঁও, ২৩। মানিক (৪৫), ডগরমোড়া, ২৪। মাসুদ রানা (৪০), ২৫। লুৎফর (৩৮) ২৬। কাদের শিকদার (৪২), ২৮। মিজান মাস্টার (৫৫) ২৯। মোঃ শহিদুল ইসলাম ওরফে বরকি শহিদ (৪৭), ৩০। আপেল মাহমুদ (৪০), ৩১। জিল্লুর রহমান (৪৮), পিতা- হাজী মোঃ সেলামত, ৩২। মোঃ সেলিম আহম্মেদ (৫৫) পিতা-মৃত-রাহাব আলী, ৩৩। মো: কামাল হোসেন (৪৭), পিতা মোঃ আব্দুর রহমান, ৩৪। নাসির উদ্দিন (৫৩) পিতা-মৃত- আতাউল্লাহ মাস্টার, ৩৫। মোঃ সিহাব মিযা (৩৬), পিতা-মৃত- তফিজ উদ্দিন, ৩৬। শাহিনুর রহমান ওরফে শাহিন মেম্বার (৪৪), পিতা-মৃত- ইজ্জত আলী, ৩৭। মোঃ তুহিন (৩০), পিতা-মোঃ সেলিম আহম্মেদ (ঝিন্টু সেলিম), ৩৮। মোঃ মোবারক হোসেন পলক (৩৫), ৩৯। রাজু মাস্তান (৪৪), ৪০। কনিক আহম্মেদ (৪৫), ৪১। মোঃ তারেক মিয়া (৪০), ৪২। নুরুল আমিন রানা (৫৩), ৪৩। রায়হান (৩৫), ৪৪। মোঃ নজরুল (৫৫), ৪৫। সোহাগ (৪০) ৪৬। মোঃ রাসেল দেওয়ান (৩৮), ৪৭। এসএ শামীম (৩৬), ৪৮। সাজ্জাদ সরকার (৩২), ৪৯। দেলোয়ার (৪০), ৫০। হাবিব মোল্লা (৫৭), ৫১। সবুজ (২৭), ৫২। রমিজ দেওয়ান (৫৮), ৫৩। সামসুল হক (৫৮), ৫৪। ইলিয়াস মেম্বার (৪৫), ৫৫। মোঃ দুলাল হোসেন(৩৮), ৫৬। মোঃ জালাল উদ্দিন মেম্বার (৫৫), ৫৭। মোঃ শফিকুল আহম্মেদ শুভ (২৪), ৫৮। মোঃ তুহিন (৩০), ৫৯। মাসুম মোল্ল মেম্বার (৩২), ৬০। মাজহারুল ইসলাম রুবেল (৪০), ৬১। জালাল ভান্ডারী (৪০), ৬২। হালিম মোল্লা (৪০) ৬৩। সুলতান ফকির (৫৫), ৬৪। মোঃ বিল্লাল হালদার (৩৫), ৬৫। মনজুরুল আলম ঠান্ডু (৫৫), ৬৬। আঃ বাতেন (৪৫), ৬৭। বাবর আলী (৫৫), ৬৮। সাইফুল ইসলাম (৬০), ৬৯। আমিনুর রহমান (৪০), ৭০। আতিকুর রহমান শান্ত (৪৯), ৭১। সাইফুল আলম খান (৬৫), ৭২। আমজাদ হোসেন মেম্বার (৫৬), ৭৩। জসীম উদ্দিন (৪৭), ৭৪। জমির হোসেন, ৭৫। জাহিদ মিয়া (৪০), ৭৬। মোঃ শাজাহান (৪০), ৭৭। শফিউল্লাহ (৪৪), ৭৮। এম.এ ওয়াদুদ আকন্দ (৫০), ৭৯। মেহেদী হাসান তুষার (৪৫), ৮০। কামরুল হাসান শাহীন (৪৮), ৮১। আ: হালিম, ৮২। আব্দুল বাতেন (৪৮), ৮৩। তফিজ উদ্দিন (৪৭), ৮৪। নজির হোসেন (৪৮), ৮৫। মো: কবির হোসেন (৪৫), থানা-সাভার, জেলা-ঢাকাগণদেরসহ আরও অজ্ঞাতনামা ২০০/২৫০ জন আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আমার ছেলে শ্রাবণ গাজী (২০) মালেশিয়া টুংকু আব্দুর রহমান ইউনিভাসিটিতে অনার্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করিয়া আসিতেছিল। গভ ইং-১৬/০৭/২০১৪ তারিখ ছুটিতে আমার ছেলে মালেশিয়া হইতে বাংলাদেশে আসে এবং আমার বাড়ীতে অবস্থান করিতে থাকে।
অপর মামলাটি দায়ের করেছেন মঞ্জু মিয়া (৪৬) নামের এক ব্যক্তি। তিনি গত ২৩ আগস্ট শুক্রবার এ মামলায় ৫ জনের নামউল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামী করেছেন। এ মামলায় বাংলাদেশ আওযামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, মো: জাহিদ ও নেট ব্যবসায়ী মনির হোসেনের নমউল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ২০০ জনকে আসামী করা হয়েছে।