ইউনিয়ন পরিষদের অবহেলায় কারণে কাঁচা রাস্তাতে ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ
গাজীপুর ( শ্রীপুর ) প্রতিনিধি :
শ্রীপুর উপজেলা ৭ নং গোসিংগা ইউনিয়নের অন্তর্ভুক্ত ১ নং ওয়ার্ডের গাজিয়ারণ গ্রামের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে |এতে করে সাধারণ মানুষের চলাচল এবং ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ও চাকরি জীবীদের রাস্তাটি দিয়ে যাওয়ার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে | ঐ রাস্তাটিতে অনেক কাঁদা এবং পানি জমে থাকেন |ফলে চলাচল অনুপযোগী হয়ে ওঠে|
ঐ এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধার মোহাম্মদ কফিল উদ্দিন ফকির তিনি জানান যে, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ হতে নতুন পটকা ,বলুর বাড়ি ,গাজিয়ারণ, দরিখুঁজেখানি,খুঁজেখানি , পেলাইদ ,নয়াপাড়া সহ অন্যান্য এলাকা মানুষের চলাচলের জন্য ছিল এই রাস্তাটি |
কফিল উদ্দিন তিনি বলেন শ্রীপুর থেকে তিন কিলো রাস্তাটি পাকা জন্য সরকার অনুমোদিত হলে রাস্তাটি নির্মাণ কাজ আরম্ভ করা হয় রাস্তাটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধার কফিল উদ্দিন সড়ক পরবর্তীতে বনবিভাগে কর্মকর্তাগণ এসে রাস্তাটি বাধা প্রয়োগ | এই রাস্তাটি দিয়ে বর্ষাকালে মানুষের চলাচল অত্যন্ত দুঃখজনক হয়ে পড়েন এতে করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এবং অন্যান্য চাকরিজীবীদের এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হয় এতে করে সাত আট এলাকার মানুষের জীবনযাপন কষ্টদায়ক হয়ে চলেছে | এটি একটি পুরানো রাস্তা এই রাস্তাটি কাজ বন্ধ হওয়ায় এবং বর্ষার মৌসুমী বিকল্প রাস্তা হিসেবে গাজিয়ারণ থেকে কর্ণপুর রাস্তাটি উপযোগী হলেও ১৫- ২০ কিলো মিটার ঘুরে আসতে হয় সাধারণ মানুষের এতে অনেক অতিরিক্ত সময় প্রয়োজন হয় ।
পরবর্তীতে গোসিংগা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ শাহিন মোড়ল এবং ১ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ সুমন প্রধান তারা দুজন মানুষের কাছে প্রতিশ্রুতি দেন বাকি রাস্তাটি ইট দ্বারা মেরামত করে দিবেন I কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর রাস্তাটি আনুমানিক এক কিলোমিটার ইট দ্বারা সোলিং এর ব্যবস্থা করে দেন |
পরবর্তীতে বাকি রাস্তাটুকু আর কাজ সম্পন্ন করেন নাই | গ্রামবাসী তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন এই রাস্তাটি গোসিংগা ইউনিয়ন বাহিরে বরমী ইউনিয়নে পড়েছে তাই রাস্তাটি বরমী ইউনিয়নের মেম্বার বাধা প্রয়োগ করেছে |
গাজিয়ারণ এলাকার গ্রামবাসী বলেন রাস্তাটি আসলে বর্মী ইউনিয়ন না গোসিংগা ইউনিয়নের মধ্যে পড়েছে মেম্বার চেয়ারম্যান এই রাস্তাটি মেলামত করবেন নাই বলে এমন মিথ্যা কথা বলছেন | বাড়ি থেকে যেতে আমাদের এবং ছেলে মেয়েদের এ রাস্তা দিয়ে চলাচল করার জন্য অতিরিক্ত কাপড় প্রয়োজন হয় অনেক সময় অনেক দুর্ঘটনা এবং কাদামাটি দ্বারা পোশাক নষ্ট হয়ে যায় |বাড়ি থেকে তিন চার কিলোমিটার হেঁটে যেতে হয় কোন গাড়ি যাতায়াতের ব্যবস্থা নেই |
ছাত্র ছাত্রীরা আরো জানান তাদের ক্লাসের সময় মত যেতে পারে না রাস্তা নষ্ট হওয়ার কারণে যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে সময় মতো শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হতে পারেনা এতে করে তাদের ভোগান্তিতে সৃষ্টি হচ্ছে |
১ নং ওয়ার্ড এর সুমন মেম্বারকে জিজ্ঞেস করলে তিনি বলেন রাস্তাটির জন্য কোন বাজেট না থাকার জন্য আমরা রাস্তাটি করতে পারছিনা | পরবর্তীতে দেখা যাচ্ছে মেম্বার অন্য সব জায়গায় রাস্তার কাজ করেন |