শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় মাদক ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রাম থেকে আশরাফুল আলম (২০) নামের ওই যুবককে স্থানীয় গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা মিলে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবক ওই গ্রামের আজম আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে খবর পেয়ে ওই এলাকার গ্রাম পুলিশ লিটন মিয়া, রমজান আলী বেশ কয়েকজন ছাত্র মিলে ভোটহাট বাজারের পাশে ঘুনাপাড়া রাস্তায় অবস্থান নেয়।  রাত আড়াইটার দিকে একটি প্লাসটিকের বস্তাসহ আশরাফুলকে আটক করে। পরে বস্তা খুলে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল বের করা হয়। ঘটনাটি ভূরুঙ্গামারী থানা পুলিশকে  জানালে রাতেই আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে  কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ফেনসিডিলসহ যুবক আটক * ভূরুঙ্গামারী * স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
সাম্প্রতিক সংবাদ