লক্ষ্মীপুর প্রতিনিধি: জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা ২৪ ফেব্রুয়ারী (সোমবার) দিনব্যাপি লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখা সাজিদা আক্তার সূচনা, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেন্ডার এনালিস্ট শামীমা আক্তার শাম্মী, জেলা ম্যানেজার খন্দাকার মো: আবেদ উল্লা প্রমুখ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,সাংবাদিকসহ অন্যান্য সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকল্পের পরিচিতি, গ্রাম আদালত আইন ও সেবা সম্পর্কে ধারণা, জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত, গ্রাম আদালত সক্রিয়করণ ও সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহনকারীদের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।