সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (২৪ ফেব্রুয়ারী) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান। সঞ্চালনা করেন আনিছুজ্জামান বায়েছ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন; জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বকস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাহবুব ইজদানী ইমরান,আবুল কালাম বেলাল ও স্বাগত কিশোর দাস চৌধুরী। এছাড়া দলের প্রবীণ নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,’দলের শক্তিশালী সংগঠন গঠনের জন্য ত্যাগী ও আদর্শবান নেতাদের প্রয়োজন। তাঁরা বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। সভায় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে’।