মোঃ নূর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
টাঙ্গাইল গোপালপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২০২৫ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রদর্শনী বিভিন্ন ইভেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক তুলা- এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মনোরন্জন – এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা মৎস্য জীবী দলের সম্পাদক নাজিম তালুকদার, উপজেলা কৃষক দলের সহ সভাপতি আব্বাস তালুকদার, ইউনিয়ন জামায়েতের সহ সেক্রেটারি হেলাল উদ্দীন মাখন, ঘাটাইল সদর ইউনিয়নের যুবদলের মো. খালেক খান, খঃ আঃ বাসেত, মো. মোশারফ, মো. সুজাত আলী আলম,ছাত্রনেতা আঃ কাশেম সহ প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন,পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সুস্থ শরীর গঠন ইতিবাচক মন তৈরিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও শিক্ষার্থীদের লেখাপড়ার অবিরাম চাপ ও এক ও একঘোঁয়ামী দূরীকরণে খেলাধুলা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থী শরীর ও মানসিকভাবে উৎফুল্ল থাকে, তাই একাডেমী কার্যক্রমে মনোযোগী করে তুলতে আমরা প্রতিবছরে খেলাধুলার অনুষ্ঠান আয়োজন করে থাকি।