পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ঝুলন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
উপজেলার রাড়ুলী ক্যাম্প পুলিশের ইনচার্জ খায়রুল আলম বলেন বাঁকা ঘোষপাড়া গ্রামের মৃত বিষ্টুপদ ঘোষের ছেলে হাজু ঘোষ (৬৫) এর বসতঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাজু ঘোষের অর্ধগলিত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহ আংশিক পঁচে যাওয়ায় দুই তিন দিন আগে যেকোনো সময় হাজু ঘোষ টিনসেডের নিজ বসত ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাকৃতিক ধারণা করছি। হাজু মানসিক ভারসাম্যহীন ছিলেন। একমাত্র মেয়ে ছাড়া তার পরিবারের আর কেউ নাই। ঘটনার সময় তার মেয়েটাও এলাকার বাইরে ছিল। মৃতদেহ উদ্ধার করা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে ওসি সবজেল হোসেন জানিয়েছেন।