দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীকে স্বাগত জানানোর অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় হামলা সংঘর্ষের ঘটনার অন্যতম আসামি আনোয়ার হাওলাদারকে (৫০) গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সারে ৯টার দিকে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়ক এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ্দ করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়, গতরবিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি জরুরী সভা যোগদিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আসেন। বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্তরে তার অনুসারি কর্মী-সমর্থকরা জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপুর নেতৃত্বে স্বাগত জানাতে জমায়েত হয়। ওই অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার অযুহাতে অভিযুক্ত আনোয়ার হাওলাদারের নেতৃত্বে বেল্লাল, রাসেল, বাবুলসহ ১০/১৫ জনের একটি সশস্ত্র বাহিনী অতর্কিত হামলা চালিয়ে বিএনপি মোঃ ইব্রাহিম ও মতিউর রহমান দিপুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সহকর্মীরা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় মতিউর রহমান দিপু বাদি অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছে।
ওই মামলার প্রধান আসামি বিএপি নেতা আনোয়ার হাওলাদারকে পুলিশ গ্রামীণ ব্যাংক সড়ক এলাকা থেকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ্দ করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
মো.সুমন মৃধা