সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ৩য় দিনের খেলায় তুফান স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে জয়ী হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়
সোমবার(২৪ ফেব্রুয়ারি)সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে পি.কে ইউনিয়ন ক্লাব বনাম তুফান স্পোর্টিং ক্লাবের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় তুফান স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক অর্ক টসে জিতে প্রথমে পি.কে ইউনিয়ন ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়।পি.কে ক্লাবের দলীয় অধিনায়ক সাইদ ও উজান ব্যাট করতে নামে।পি.কে ক্লাবের ব্যাটিং ব্যর্থতা ও তুফান স্পোর্টিং ক্লাবের বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়।পি.কে ক্লাব টি-২০’র প্রথম পাওয়ার পেলেতে ১ উইকেট হারিয়ে মাত্র ১৯ রান করে।ব্যাটিং ব্যর্থতার মধ্যেও দলের হয়ে সর্বোচ্চ আশিক ২৮(১৮) ও উজান ২৬(৩৪)রান করে।তুফান স্পোর্টিংয়ের হয়ে বোলিংয়ে টিপু, সাইফুল ও মৃত্যুঞ্জয় ২টি করে উইকেট লাভ করে।
তুফান স্পোর্টিং ক্লাব ১২৬ রানের জয়ের টার্গেটে তানভির ও আকাশকে ব্যাট করতে পাঠায় দলীয় অধিনায়ক অর্ক।ব্যাটে নেমে দারুণ ভাবে শুরু করে তুফানের উভয় ব্যাটার।দলীয় ৭৭ রান ও ১২ ওভারের মাথায় পি কে ক্লাবের আশিকের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরে তানভীর ৩৪(৩৯)।পরের ওভারে আকাশের ৩৮(৩৩)উইকেট পতন ঘটলে রানের গতি কিছুটা কমে যায়।জাতীয় ক্রিকেট দলের মৃত্যুঞ্জয়ের অপরাজিত ৪১*(২৬) রানের অসাধারণ নৈপুণ্যে ১৮ ওভার ৩ বলে খেলে তারা জয়ের লক্ষে পৌঁছে যায়।ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে তুফানি জয়লাভ করে।
খেলায় মৃত্যুঞ্জয়ের অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন জি এম সাইফুল ইসলাম বাপ্পি ও আসিফ কবির হিরোন এবং স্কোরার ছিলেন মেহের উল্লাহ আল গালিব মেহের।ম্যাচ রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন ইকরামুল ইসলাম লালু।
আগামীকাল একই মাঠে গণমুখী সংঘ বনাম ইয়ং বলাকার মধ্যে গ্রুপ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হবে।
এস এম হাবিবুল হাসান