সৈয়দপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে দুই যুবক গ্রেফতার
সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি:
স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও এসংক্রান্ত ভিডিও মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভীতি প্রদর্শনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ। গ্রেফতার দুইজন হলো শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন মোঃ নাসিম আলম ও মোশারত জাহান সিতারা দম্পত্তির ছেলে মোঃ খুরশিদ আলম সিফাত (১৭) এবং ইসলামবাগ বড় মসজিদ কল্পওটার পুরাতন ঈদগাহ সংলগ্ন মৃত মুন্নু ও মোছাঃ বিথীর ছেলে মোঃ সাকিব (২৬)।
বুধবার (৩ জুলাই) সকালে সৈয়দপুর থানায় ভুক্তভোগী মেয়েটির নায়ের দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে দুপুরে শহরের গোলাহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, মেয়েটি পার্শবর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর শহরের একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এক বছর আগে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সৈয়দপুরে এসে ১ নং আসামি খুরশিদ আলম সিফাতের সাথে পরিচয় হয়। সেই সুবাদে প্রথমে মোবাইল ফোনে কথা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমতাবস্থায় গত ১১ জানুয়ারী দেখা-সাক্ষাত করার জন্য মেয়েটিকে মোবাইলে ডেকে নেয় সৈয়দপুরে ডাকে।
মেয়েটি সৈয়দপুরে আসলে ১নং আসামী খুরশিদ আলম সিফাত ওইদিন দুপুর অনুমান ১২ টার সময় কৌশলে ইসলামবাগ বড় মসজিদ পুরাতন ঈদগাহ সংলগ্ন ২নং আসামী সাকিবের বসত বাড়ীর শোয়ার ঘরের ভিতর নিয়া যায়। ওই বাড়ীতে কোন লোক না থাকার সুবাদে সাকিবের সহায়তায় সিফাত মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে খাটের উপর শোয়ায়ে জোর পূর্বক ধর্ষন করে।
কিছুদিন পর আবারও শারীরিক সম্পর্ক করার কু-প্রস্তাব দিলে রাজী না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে থাকে এবং সাকিবের বাড়ীতে আসার জন্য চাপ দিতে থাকে। এতে মেয়েটি ভীত হয়ে সিফাতের কথামত গত ১ জুন দুপুর ২ টার সময় আবারও সাকিবের বাড়িতে আসিলে সিফাত একই কায়দায় সাকিবের সহায়তায় ধর্ষণ করে। এসময় সিফাতের এন্ডোয়েট মোবাইল ফোনে কৌশলে নগ্ন ছবি ও ভিডিও ধারন করে। তারপর গত ১৬ জুন ২ টার সময় সিফাত তার মোবাইল (০১৮৯০…০৪৬) হতে মেয়েটির মায়ের মোবাইলে (০১৭৫১৫…৫৭৯) কল করে মেয়েটির সাথে কথা বলে আবারও শারিরীক সম্পর্ক করার কু-প্রস্তাব দেয়।
রাজী না হলে বা ঘটনার বিষয়ে অন্য কাউকে জানালে নগ্ন ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে এবং বৃহৎ ক্ষতি সাধন করবে বলে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করে। ফলে মেয়েটি মানসিক নির্যাতনের স্বীকার হয় এবং পরবর্তীতে ঘটনার বিষয়টি তার মাকে জানায়। যে কোন সময় নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া সহ ক্ষতিসাধন করিতে পারে মর্মে আশংকাবোধ করছে মেয়েটির পরিবার।
এবিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এজাহারের প্রেক্ষিতে তাৎক্ষণিক আসামীদের গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।