শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ঈশ্বরগঞ্জের মগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান মামুন ইন্তেকাল করেন

মুহম্মদ আবুল বাশার :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনিত সাবেক চেয়ারম্যান মুহম্মদ বদরুজ্জামান মামুন ইন্তেকাল করেন। ২৭-শে জুন মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের নিজ বাড়িতে বিকালে ইহজগত ত্যাগ করে মহান আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে পরকালে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাবেক চেয়ারম্যান মামুনের মৃত্যুর সংবাদ ছরিয়ে পড়লে উপজেলার সর্বত্রই ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য যে, তার সম্মানিত পিতা মুহম্মদ আবদুছ ছালাম (বিএসসি) একজন সম্মানিত শিক্ষক। এক সম্মানিত মুসলিম পরিবারে আবু সালেহ মুহম্মদ বদরুজ্জামান মামুন জন্ম গ্রহণ করেন। সাবেক চেয়ারম্যান মামুনের মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ শোক প্রকাশ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মগটুলা
সাম্প্রতিক সংবাদ