শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মহেশপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা :

ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পান্তাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খালিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাই পান্তাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে খালিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে। অপর দিকে বেগমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শংকরহুদা বাথানগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাই বেগমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে শংকরহুদা বাথানগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরজিত করে বিজয়ী হয়েছে।

পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও পরাজিত খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জলিলপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামদুলাল মন্ডল, শিক্ষক জিয়াউর রহমান জিয়া,শ্যামপদ ঘোষ, আব্দুর রাজ্জাদ, আজাদুর রহমান আহাদ,খাদিজা খাতুন, মাসুদা শাহারিন এ্যানি, শেফালী বেগম বেবীসহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মহেশপুর
সাম্প্রতিক সংবাদ