লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মৎস্যজীবীদের উৎপাদিত পন্য প্রর্দশন ও বিপনন মেলার উদ্বোধন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারী (রোববার) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন মৎস্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো: আনোয়ার হোসেন।
মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আয়োজনে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সহযোগীতায় সহকারী কমিশনার (ভূমি) অভি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর উপ-প্রকল্প পরিচালক মিজানুর রহমান, জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো; জসীম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী, এসডিএফ প্রকল্পের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মো: রকিব উদ্দিন আহমদ, প্রধান কার্যালয়ের স্পেশালিস্ট কেশব চন্দ্র রায় প্রমুখ।
এই মেলায় ৫ টি জেলার ২৮ জেলে সমিতির বিভিন্ন ধরনের উৎপাদিত পন্য নিয়ে ২৮ টি স্টল প্রর্দশন করা হয়। ২৪ ফেব্রুয়ারী এই মেলা শেষ হবে। মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।