শিরোনাম
শহীদ জিয়ার দল সবসময় জনগণের পাশে থাকে: ডা. জাহিদ   » «    কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার   » «    আলোচিত পূর্ণিমা গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার   » «    কাপাসিয়ায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার   » «    দূর্গম চরচরাঞ্চল মানুষের আশ্রয়স্থল জননেতা হারুন হাওলাদর   » «   

মধ্যনগর প্রতি শুক্রবার চলে গীতা শিক্ষানুষ্ঠান

অমৃত জ্যোতি (মধ্যনগর) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর সহ আশপাশের এলাকার হিন্দু সম্প্রদায়ের কিশোর কিশোরীদের স্বার্থে হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ(শ্রীমদ্ভগবত পাঠ)”প্রভুপাদ গীতা স্ট্যাডি” অনুষ্ঠান। জানা যায় পণতীর্থ ধামের অধীনে ভক্তপ্রিয় কৃষ্ণদাস ব্রম্মচারীর অধীনে ধর্মীয় পথে উদ্ভুদ্ধ ও মনোযোগী করতে কাজ করছেন মধ্যনগরের কয়েক ইসকন ভক্ত উদ্দোক্তা, প্রায় দের বছর যাবৎ।গীতা স্ট্যাডি শেষে শিক্ষার্থীদের সনদ প্রদানের পরিকল্পনাও রয়েছে।
৭ই জুন শুক্রবার মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমে “প্রভুপাদ গীতা স্ট্যাডি” পাঠ অনুষ্ঠানের চিত্রে উঠে আসে এমন চিত্র।উদ্দোক্তাদের একজন বিদ্যুৎ কান্তি সরকার অরফে বিদ্যাবিনোদ জগন্নাথ দাসের সাথে কথা বলে জানা যায়,প্রতিশুক্রবারে সনাতনী পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ “গীতা স্ট্যাডি” অনুষ্ঠানে অংশ নেন সববয়সী নারী ও কিশোর কিশোরীরা। শংকরাণ্য বিশম্ভর দাস আচার্য্য বলেন,মধ্যনগর সদরে “প্রভুপাদ গীতা স্ট্যাডি” এবং মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে দৌলতপুর হরিমন্দির অঙ্গনে “নিত্যানন্দ্য গীতা স্ট্যাডি” অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে।
সনাতন ধর্মপ্রচার ও আসন্ন উজ্জ্বল ভবিশৎ কামনায় মহারাজ’জ্বী ও আমাদের মাধ্যমে প্রায় ৮০জনকে  শ্রীমদ্ভগবদ গীতা বিতরণ করা হয়েছে।এরমধ্যে রয়েছেন ৫মশ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী মায়েরাও আছেন। আমাদের উদ্দেশ্য হলো আগামীদিনের সুশিক্ষিত প্রজন্মকে ধর্মীয় ভাবধারায় সংযত করতে সামান্য প্রচেষ্ঠামাত্র।তবে এই চেষ্টায় হয়তো তাদের বাজে নেশা বা আড্ডা থেকে সরিয়ে রাখতে সহায়তা করবে।অন্যদিকে মনে ধর্মীয় ভাব জাগ্রত হবে। এবিষয়ে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক স্বপন কুমার কানুর সাথে কথা বললে তিনি জানান,এটা মুলত মধ্যনগরে অবস্থানরত ইসকন ভক্তের সহযোগিতা এগিয়ে যাচ্ছে, গীতা শিক্ষা কার্য্যক্রম।এতে মেয়েদের আগ্রহটাই বেশী লক্ষ্য করছি।এটি চালু হওয়ার পর থমকে গিয়েছিল তারপর আমি ও রাজু কানু অনেকাংশে সহযোগিতা করি এবং বর্তমানে ভাল এগিয়েছে।শিক্ষার্থীদেরকে অধ্যায় পাঠ শেষে মুল্যায়নও করা হয়।
যাঁদের সহযোগিতার কোন বিকল্পনেই তাদের মধ্যে কান্দাপাড়া গ্রামের শংকরাণ্য বিশম্ভর দাস আচার্য্য প্রভু,নগদাপাড়ার বাবুল(ব্রজরাজ)প্রভু,পাৎকুড়া গ্রামের বিদ্যুৎ কান্তি সরকার বিদ্যাবিনোদ দাস প্রভু ও সাংস্কৃতিক অঙ্গনে সহায়তা করেন শুচন্দ্র রাম দাস শান্ত প্রভু’।এবং মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমের সেবাইত গোস্বামী’র ভুমিকাও রয়েছে  অতিগুরুত্বপুর্ণ। পন্ডিত সুদীপ কুমার ভট্টাচার্য্য বলেন-এমন মহতী উদ্দোক্তাদের আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই।ভবিষ্যত প্রজন্ম তথা সমাজে অবশ্যই সুফল বয়ে আনবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মধ্যনগর প্রতি শুক্রবার চলে গীতা শিক্ষানুষ্ঠান
সাম্প্রতিক সংবাদ