জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে অপারেশন ডেভিল হান্টে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাইফুল ইসলাম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ৭ ঘটিকার উপজেলার আলমপুর ইউনিয়নের বানাইচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট সদর থানা ও ঢাকা পল্টন থানায় হত্যা মামলা রয়েছে। বর্তমানে তাকে জয়পুরহাট গোয়েন্দা শাখা ডিবি হেফাজতে রাখা হয়েছে।
ক্ষেতলার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম ও জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তাইফুল ইসলাম তালুকদার(৬৬) উপজেলার আলমপুর ইউনিয়নের বানাইচ গ্রামের মৃত মাহমুদুল হক তালুকদারের ছেলে। তিনি ক্ষেতলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, জয়পুরহাট সদর থানার মামলায় তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আমরা শুধু সহায়তা করেছি।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, তাকে সদর থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কয়টি মামলা রয়েছে সেটি এখনই কনফার্ম বলতে পারব না।