বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদি রিজিয়া রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ও লেখক, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের সভাপতিত্বে এসময় বিভাগদি শহীদ স্মৃতি মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান, রিজিয়া রশীদ সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক সহ আরো অনেকে।
পুরস্কার বিতরণকালে সাংবাদিক আবু সাঈদ খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতের আলো। এদেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত পতাকার সম্মান ধরে রাখতে লেখা পড়ার মাধ্যমে আলো ছড়াতে হবে।
বিধান মন্ডল
ফরিদপুর প্রতিনিধি