সাকলাইন যোবায়ের,কুমিল্লা
কুমিল্লায় ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কুমিল্লায় ক্ষুদ্র ব্যবসায়ীর উপর হামলার মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার করা হয়েছে।
এ সংক্রান্ত জনপ্রিয়া অনলাইন নিঐজ পোর্টাল বাংলা এফ এম সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একাধিক অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার এজাহার নামীয় আসামী মহিউদ্দিন কে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারের তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে কোতওয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম রোববার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অন্য আসামীরা এখনো পলাতক রয়েছে।
প্রাণনাশের হুমকি দিয়ে জখম করার দায়ে মহিউদ্দিন (৪০) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার ছাওয়ালপুর গ্রামে।
রোববার ( ২৩ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন, আসামীদের বিরুদ্ধে আমি দ্রুত বিচার আইনে মামলা করা হয়।
তিনি আরও বলেন বিগত চার মাস ধরে এজহার নামীয় বাকী আসামীদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব স্যার গ্রুপ নাম দিয়ে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে আমাকে হুমকি দিয়ে আসছে মামলা তুলে নেয়ার জন্য । তারা আমার ফেসবুক আইডি হ্যাক করে এবং আমার মোবাইল নাম্বার ক্লোন করেছে। ১০ লাখ টাকা না দিলে আমার আমার ফেসবুক আইডি থেকে বিভিন্ন অশ্লিল ছবি ও ভিডিও পোস্টসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। এজন্য (১৫ ফেব্রুয়ারি) আমি থানায় জিডি করি সাইবার ক্রাইম ও জিটিটাল নিরাপত্তার জন্য।
জিডির সূত্রে জানা যায়, স্যার গ্রুপ নামের চক্রটি মওদুদ আবদুল্লাহ শুভ্র’র আইডি থেকে পরিচালিত একটি অনলাইন পত্রিকার পেইজ হ্যাক করে নানাভাবে ব্ল্যাক মেইলিংয়ের চেষ্টা করছে। আসামি মহিউদ্দিন গ্রেফতার হওয়ায় এজহার নামীয় অন্যান্য আসামীরা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। আমি অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি এবং প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা দাবি করছি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিনুল ইসলাম বলেন, এজহার নামীয় অভিযুক্ত মহিউদ্দিন কে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। এ আসামীর সূত্র ধরপ বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
মওদুদ আবদুল্লাহ শুভ্রের জিডি পুলিশ বাদী হয়ে ইতোমধ্যে রোববার সাইবার ক্রাইম ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করেছে।
সাকলাইন যোবায়ের কুমিল্লা
২৩-২-২০২৫