সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের পশ্চিম ধারাবহর নয়াপাড়া বায়তুল আমানের মসজিদটি পুনর্নির্মাণ করা হচ্ছে। গত ১৯ ফেব্রুয়ারি রাত ১১ টায় মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ওলী ইবনে ওলী হজরত মাওলানা শায়খ ওলীউর রহমান পীর সাহেব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।
প্রায় ৩০ বছর আগে মসজিদটি একটি ছোট টিনের ঘর হিসেবে যাত্রা শুরু করেছিল। এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকাদক্ষিণ বারকোট গ্রামের মাওলানা ইসাক আলী, যিনি মসজিদের জন্য জমি দান করেন। এরপর থেকে এলাকাবাসী মসজিদটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথি ওলী ইবনে ওলী হজরত মাওলানা শায়খ ওলীউর রহমান পীর সাহেব বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। মসজিদ নির্মাণ আমাদের জন্য একটি মহৎ কাজ, এবং মিসেস সাহিদা খাতুনের দানে এটি সম্ভব হয়েছে। আল্লাহ তার দানে বরকত দিন। এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি আমাদের একতা ও শান্তির প্রতীক। আল্লাহ আমাদের এই কাজটি সম্পন্ন করতে সাহায্য করুন এবং আমাদের সকল আমল কবুল করুন।”
বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান বলেন, “আল্লাহর কৃপায়, মসজিদ নির্মাণের এই মহান কাজে অংশ নিতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই মিসেস শাহিদা খাতুনকে, যিনি এই কাজের জন্য সহায়তা করেছেন। এই মসজিদ আমাদের একতার এবং আল্লাহর প্রতি ভালোবাসার প্রতীক হবে।”
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মিসেস সাহিদা খাতুনের অর্থায়নে মসজিদ নির্মাণের কাজ শুরু করার জন্য মসজিদ কমিটির প্রধান সাহেদ আহমদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি সংগঠক, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের শাশুড়ি মিসেস সাহিদা খাতুন লন্ডনে বসবাস করছেন। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জের হলিমপুর গ্রামে।
পশ্চিম ধারাবহর নয়াপাড়া বায়তুল আমানের মসজিদটি গোলাপগঞ্জ টেকনিক্যাল কলেজের পশ্চিম দিকে এবং গোলাপগঞ্জ স্টেডিয়ামের দক্ষিণ দিকে অবস্থিত।
মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী লকু মিয়া, আব্দুল মুতলিব কমপ্লেক্স এর পরিচালক আনোয়ার মাছুম, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন, মসজিদ কমিটির প্রধান সাহেদ আহমদ, সদস্য জাবেদ আহমদ, সাদিক আহমদ, বেলাল আহমদ, সুমন আহমদ (১), হোসেন আহমদ, সুমন আহমদ (২), করিম আহমদ, তাজুল আহমদ, ফংকি মিয়া, লখাই মিয়া, রুবেল আহমদ। এছাড়া ধারাবহর নয়াপাড়া যুব কল্যাণ পরিষদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা তাহের আহমদ, মুন্না আহমদ, তানিম আহমদ, মাহবুব আহমদ, সানি আহমদ, ফাহিম আহমদ, জুবের আহমদ প্রমুখ।