আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি:
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ, কাপ্তাই রেঞ্জ এর আয়োজনে ও উপজেলা প্রশাসন, কাপ্তাই এর সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“পরিকল্পনায় অংশগ্রহন, জীববৈচিত্র্য হবে সংরক্ষণ ‘’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। আরো আলোচনা সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এর আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ মেইন চত্বরে এসে শেষ হয়েছে।