শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

পীরগাছায় কিশোর-কিশোরী ক্লাবের সহায়তায় বন্ধ হল বাল্যবিয়ে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় কিশোর-কিশোরী ক্লাবের সহায়তায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো আফসানা আক্তার মিম নামের এক শিক্ষার্থী। সে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আফসার আলীর মেয়ে এবং স্থানীয় তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন শিক্ষার্থী। ঘটনাটি সোমবার (২০ মে) রাতে আফসার আলীর বাড়িতে ঘটে।

জানা যায়, সোমবার রাতে পার্শ্ববর্তী কান্দি ইউনিয়ন থেকে আফসার আলীর বাড়িতে বিয়ের জন্য বরপক্ষের লোক আসেন। আফসানা আক্তার টের পেয়ে মহিলা বিষয়ক কার্যালয়ের হেল্প লাইন নম্বর ১০৯ এ ফোন দেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনকে জানান।

তার নির্দেশে পীরগাছা থানা এসআই আনিছুর রহমান, কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক আক্তারুন নাহার, ইউপি সদস্য ফখরুল ইসলাম, আব্দুল গফুর, মহিলা সদস্য রহিমা বেগম, গ্রাম পুলিশ খোকন মিয়া, আম্বার আলী দফাদারের উপস্থিতিতে মেয়ের বাবা আফসার আলী মেয়ের ১৮বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে অঙ্গিকারনামায় টিপসই দিয়ে বিয়ে ভেঙে দেন।

এদিকে কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিয়ত বাল্যবিয়ের কুফল বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ফলে অনেকেই সচেতন হয়েছে। ফলে এর সুফল পাচ্ছে সর্বস্তরের সাধারণ মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ক্লাবের সহায়তায় বন্ধ হল বাল্যবিয়ে * পীরগাছায় কিশোর-কিশোরী ক্লাব
সাম্প্রতিক সংবাদ