জবির ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের সংকট নিরসনের আশ্বাস উপাচার্যের
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চলমান সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২ টায় বিভাগের ৯০১ নম্বর রুমে এক মত বিনিময় সভায় শিক্ষার্থীদের তিনি এ আশ্বাস দেন। মত বিনিময় সভায় উপাচার্য শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শুনেন।
এ সময় তিনি বলেন, ফিল্ম এন্ড টেলিভিশন সৃজনশীল ও ব্যয় সাপেক্ষ একটি বিভাগ। এই বিভাগের সাথে আমার সংশ্লিষ্টতা রয়েছে ২০১৭ সালে থেকে। এই বিভাগটি সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ছিল। যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। জবি ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চলমান সংকট নিরসনে তিনি চেষ্টা করবেন। সেশনজট প্রসঙ্গে উপাচার্য বলেন, তোমাদের সাথে মতবিনিময়ের আগে। অধ্যাপক ড. আবুল হোসেনকে এ বিভাগের দায়িত্ব দেয়ার সময় কথা বলেছি, এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য যে, কিভাবে সেশনজট নিরসন করা যায়। শিক্ষক সংকটে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। সেশনজট কমিয়ে আনতে এবং ক্লাসরুম সংকট দূর করতে চলমান সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি রুটিন তৈরি করে দেওয়ার কথা উল্লেখ করেন।
তিনি জানান, বিভাগে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, ল্যাব স্থাপন এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, সেমিনার লাইব্রেরি গঠন। সিনেমা বা ক্লাসে অ্যাকাডেমিক প্রয়োজনে দরজা জানালা বন্ধ করে কালো পর্দা দিয়ে রুম অন্ধকার করা হয় এবং ভালো শব্দ ব্যবস্থার জন্য ফ্যান বন্ধ করতে হয়। এর ফলে শিক্ষার্থীরা অস্বস্তিতে ভোগে এর সমস্যা সমাধানে ক্লাসরুমে এয়ারকন্ডিশন যুক্ত করা। এছাড়া শিক্ষার্থীদের সুষ্ঠু ভাবে শিক্ষা-কার্যক্রম সম্পাদনের জন্য অন্যান্য সকল সংকট দ্রুত সময়ের মধ্যে নিরসনের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, বিভাগীয় শিক্ষক সামির আহমেদ, মো. রাগীব রহমান ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ।