মোহাম্মদ মাসুদ মজুমদার :
কুমিল্লার বরুড়া সানরাইজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় সানরাইজ স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সদস্য দেওয়ান নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। সানরাইজ স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া সানরাইজ স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম পাটোয়ারী, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোঃ আবদুস সামাদ, জনতা ব্যাংক কুমিল্লা ইপিজেড শাখা সিনিয়র অফিসার মোঃ সাদ্দাম হোসেন, বরুড়া উপজেলা ইসলামী ছাত্র শিবির এর সভাপতি মোঃ ফরহাদ হোসেন।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরীতে ৯৯ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউট কুমিল্লা এর বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৯ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তির টাকা বিতরণ করা হয়।