পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, লোনা পানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আইনজীবী সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজবাড কিন্ডারগার্টেন, দি রাইজিং সান প্রি ক্যাডেট, বর্ণমালা স্কুল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বনানী সংঘ সহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর শুক্রবার সকালে প্রভাতফেরি, সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুল ইসলাম, ওসি মো. সবজেল হোসেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মো. আব্দুল মজিদ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক বিএনপি নেতা আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, এসএম এনামুল হক, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল ওহাব, মিলিজিয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি মো. আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।