বদলগাছীতে মাদকবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা

প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):
নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ‍্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষে  আলোচনা সভা “শ্রেনি বক্তৃতা” অনুষ্ঠিত হয়ছে।
সোমবার ১৩ই মে সকাল সাড়ে ১১টায় নওগাঁ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের আয়োজনে মির্জাপুর কৈলাস চন্দ্র উচ্চ বিদ‍্যালয়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান হোসেন, বদলগাছী থানার সাব- ইন্সপেক্টর মানিক হোসেন, স্টুডেন্ট কমিটির ফুলি সিং ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা প্রতিনিধি কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার মাদকদ‍্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক জনাব লোকমান হোসেন। সমাজ থেকে মাদক নির্মূল করতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মাদকের বিভিন্ন কুফল নিয়ে আলোচনা করা হয় এবং সবাইকে এক সাথে কাজ করার আহব্বান জানানো হয়।
আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাতা কলম ও স্কেল বিতরণ করা হয়।প্রত্যেক স্কুল থেকে আসা, সম্মানিত শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মাদক