শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মন দিয়ে পড়াশোনা করতে ও মাদক থেকে দুরে থাকতে হবে: পঞ্চগড়ে ব্যারিস্টার সুমন

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে হবিগঞ্জ ৪ আসনের সাংসদ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, এখানে যারা ছাত্র আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মন দিয়ে পড়াশোনা করবেন, মাদক থেকে দূরে থাকবেন। পরিশ্রম কখনো বিফলে যায় না।
তিনি শুক্রবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে এ কথা বলেন।
এসময় ব্যারিস্টার সুমন তেঁতুলিয়ার মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, তেঁতুলিয়ার মানুষ খুব অতিথি পরায়ন। এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি আগে বিষয়টি জানলে আরো আগে আসতাম। এ সময় তিনি তেঁতুলিয়া বাসীকে হবিগঞ্জে তার নির্বাচনী এলাকা ঘুরে আসার আমন্ত্রণ জানান।
এর আগে বিদ্যালয়টির মাঠে কাশফিয়া একাদশ বাংলাবান্ধা বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বাংলাবান্ধা কাশফিয়াকে ১-০ গোলে হারায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। উক্ত খেলায় একমাত্র গোলটি করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অধিনায়ক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
খেলার শুরু থেকে দুই দলের খেলোয়াড়েরা আক্রমনাত্মক খেলা শুরু করেন। তবে গোল শুন্যে শেষ হয় প্রথমার্ধের খেলা। খেলার ৪৫ মিনিটের মাথায় মাঠে নামেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এসময় হাজারো দর্শকেরা করতালি ও শ্লোগানের মাধ্যমে ব্যারিস্টার সুমনকে স্বাগত জানানো হয়। পরে খেলায় কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া হলেও খেলার ৫৮ মিনিটের মাথায় কর্ণার কিকে হেড দিয়ে গোল আদায় করেন ব্যারিস্টার সুমন। এসময় শ্লোগান ও চিৎকার করে উল্লাসে ফেটে পড়েন দর্শকেরা। পরে খেলার শেষ পর্যন্ত আরো কোন গোল না হওয়ায় ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্যারিস্টার সুমনের দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
প্রীতি ফুটবল খেলার আয়োজক বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বলেন, আমরা তেতুঁলিয়াবাসী অনেক আনন্দিত ব্যারিস্টার সুমনের মত একজন জনপ্রিয় ব্যাক্তি তার ফুটবল দল নিয়ে খেলতে এসেছেন। এখানকার মানুষ যে ফুটবল প্রিয় তা আজকের হাজারো দর্শক এর প্রমাণ। দুই দলের খেলোয়াড়েরা খেলার শুরুতে আক্রমনাত্ম খেলা শুরু করেন। যদিও আমরা হেরেছি তবে খেলা খুবই সুন্দর ছিল। দর্শকেরা বেশ আনন্দ পেয়েছে বলে মনে করি। আগামীতে আরো ভাল মানের ফুটবল খেলা দর্শকদের উপহার দিতে পারবো বলে মনে করি।
প্রীতি ফুটবল খেলায় পঞ্চগড়-১ আসনের সাংসদ নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা, নীলফামারী-৪ আসনের সাংসদ সিদ্দিকুল আলম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম শফিকুল ইসলাম, তেতুঁলিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, তেঁতুলিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রিয় মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পঞ্চগড়ে ব্যারিস্টার সুমন * মন দিয়ে পড়াশোনা করতে
সাম্প্রতিক সংবাদ