শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

সরাইলে ১৫ দোকানীর স্বপ্ন আগুনে পুড়ে ছাই

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই হয়ে গেছে ১৫ দোকানীর স্বপ্ন। গতকাল (৯মে) বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শাহবাজপুর দ্বিতীয় গেইট এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুঁড়ে ছাই হয়ে গেছে মার্কেটের ১৪-১৫ টি দোকান।

ভুক্তভোগি ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বিকট শব্দে আগুনের শিখা উপরের দিকে ওঠে। আশপাশের লোকজন চিৎকার শুরু করলে গ্রামের লোকজন জড়ো হয়। কিন্তু আগুন ততোক্ষনে ভয়াবহ রূপ ধারণ করায় কেউ কাছে যেতে পারছিলেন না। দূর থেকে পানি আর বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। রাত ৪টার দিকে সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ ৯ সদস্যের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে পুরো মার্কেট পুঁড়ে ছাঁই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বর্ণ দোকানী সীতারাম চৌধুরী বলেন, মার্কেটে স্বর্ণ, হার্ডওয়ার, মুদি, মোবাইল, সেলুন, টেইলার্স ও কাপড়ের দোকান সহ প্রায় ১৫ টি দোকানের সবকিছুই পুঁড়ে ছাই হয়ে গেছে। কমপক্ষে দেড়-দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। আমাদের পুড়ে যাওয়া ১৫ দোকানের মালিককেই এখন পথে বসতে হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোন উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারছি না। সরাইল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রিয়াজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
অগ্নিকান্ডের খবর পেয়ে শুক্রবার সকালে ওই এলাকা পরিদর্শন করেছেন সদ্য নির্বাচিত সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শের আলম মিয়া।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আগুন * সরাইল
সাম্প্রতিক সংবাদ