শিরোনাম
পলাশ বাজারে সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ জন আটক   » «    রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ   » «    বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো পাচ্ছে রাজধানীর সরকারি সাত কলেজ   » «    হুন্ডি ও ভুয়া লেনদেন: প্রবাসী পরিচালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন   » «    দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন   » «   

চা শ্রমিক ও হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য মজুরির প্রশ্ন ও কর্মপরিবেশ শীর্ষক আলোচনা সভা কাল

বিশেষ প্রতিনিধি,  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতি দিবস ‘মহান মে দিবস’ উপলক্ষে শ্রীমঙ্গলে চা শ্রমিক ও হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য মজুরির প্রশ্ন ও কর্মপরিবেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪) সকাল ৯টায় শ্রীমঙ্গলস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিক থিয়েটারের ৪৫ মিনিটের সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে শুরু হবে অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধারক সরকারের সাবেক উপদেষ্টা ও পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
আলোচনায় অংশ নিবেন চা শ্রমিক ও হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিগণ, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তাগণ।
কমিউনিটি কণ্ঠ :
ট্রেড ইউনিয়ন নেতা ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, বিসিএসইউ’র সহসভাপতি মিজ জেসমিন আক্তার, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি।
বিশেষ অতিথিবৃন্দ :
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিমুদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ শাহেদা আক্তার, নাজদীক-এর উপদেষ্টা কাত্যিয়ানী চান্দোলা, বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান প্রমূখ।
এছাড়াও উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
চা শ্রমিক ও হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য মজুরির প্রশ্ন ও কর্মপরিবেশ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করবেন সেড-এর নির্বাহী পরিচালক ফিলিপ গাইন।
উল্লেখ্য এ বছর মে দিবসের মূল সুর, “সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য শোভন কর্মপরিবেশ।” বাংলাদেশে শ্রমজীবী মানুষের মধ্যে চা শ্রমিক ও হরিজন সম্প্রদায়ের মানুষেরা সবচেয়ে কম মজুরি পান। তাদের কর্মপরিবেশও শোভন নয়। তাদের অধিকাংশের বসবাসের জায়গা অত্যন্ত নিম্নমানের। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এদেরকে নিয়ে সাম্প্রতিক যে গবেষণা ও অনুসন্ধান করেছে তাতে তাদের মজুরি ও কর্ম পরিবেশের বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ৩০ এপ্রিল ২০২৪ আলোচনা সভায় চা শ্রমিক ও হরিজনদের নিয়ে সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ এবং রিপোর্ট সবার জন্য উন্মোচন করা হবে।
“মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।” -ধারা-১৯ (২), বাংলাদেশ সংবিধান
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * চা শ্রমিক ও হরিজন পরিচ্ছন্নতা কর্মী
সাম্প্রতিক সংবাদ