শিরোনাম
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল গ্রেফতার   » «    বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে চা-শ্রমিকের লাশ   » «    ছোট হয়ে যাচ্ছে চরভদ্রাসন ও সদরপুরের মানচিত্র   » «    মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে : মনিরুল হক চৌধুরী   » «    পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ : ড.মোঃ কেরামত আলী   » «   

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাড়ছে আসন 

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের আসন সংখ্যা বাড়ছে ৫০টি। বিজ্ঞান, লাইফ অ্যান্ড আর্থ সাইন্স ও চারুকলা অনুষদের বিভাগে এই ৫০টি আসন বৃদ্ধি পেয়েছে। এতে বর্তমানে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮১৫টিতে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.আইনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
জবির মোট তিনটি ইউনিটে বিগত শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ২ হাজার ৭৬৫টি। এবার ৫০টি বৃদ্ধি পেয়ে আসন সংখ্যা হয়েছে ২ হাজার ৮১৫টি। এর মধ্যে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বৃদ্ধি পেয়েছে ১০টি, ফার্মেসি বিভাগে ১০টি, প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগে ৫টি, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বিভাগে ১০টি এবং চারুকলা অনুষদে ২০টি আসন বাড়ছে। মোট হিসাবে ৫৫টি আসন বাড়লেও নাট্যকলা বিভাগে ৫টি আসন কমেছে। ফলে মোট আসন সংখ্যা বেড়েছে ৫০টি।
রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদে মোট আসন ৮৬০টি; কলা, সামাজিক এবং দুটি ইনস্টিটিউটে ১ হাজার ২৭০টি; বাণিজ্য অনুষদে ৫২০টি এবং বিশেষায়িত ৬টি বিভাগে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
চলতি বছরের ১৪ জানুয়ারি নতুন তিনটি বিভাগ নিয়ে জবিতে যাত্রা শুরু করেছে চারুকলা অনুষদ। এর আগে গত বছরের ৬ ফেব্রুয়ারি ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য নামে তিনটি বিভাগের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন
সাম্প্রতিক সংবাদ