শিরোনাম
চাঁদপুরে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ   » «    বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «   

ব্রাহ্মণপাড়ায় যৌকতু লোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে যৌতক লোভী স্বামীর বিরোদ্ধে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মোঃ সুমন (৪৫) কে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ । এ বিষয়ে নিহতের মা ঝরনা বেগম ২১ এপ্রিল ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ বছর পূর্বে শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ সুমন (৪৫) এর সাথে কসবা থানার সৈয়দাবাদ গ্রামের শিউলি আক্তার (৩৫) এর সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে স্ত্রী শিউলি আক্তারের সাথে স্বামী সুমন এর যৌতকসহ নানা বিষয় নিয়ে পারিবারিকভাবে কলহ লেগে থাকতো। এছাড়া বিবাদী সুমন বিয়ের পর থেকে যৌতুকের জন্য শিউলি আক্তারের কাছে নানাভাবে চাপ সৃষ্টি করতো। গত ২ মাস পূর্বে শিউলি আক্তার তার বাবার বাড়ি থেকে ৮০ হাজার টাকা এনে স্বামী সুমনের জন্য একটি ষাড় গরু কিনে দেয়। এতেও সুমন ক্ষান্ত হয়নি। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল শুক্রবার রাতে স্বামী সুমন তার স্ত্রীর উপর টাকার জন্য অনেক অত্যাচার করে।
পরেরদিন সুমন তার স্ত্রীর বাড়িতে জানায় শিউলি আক্তারের জ্বর হয়েছে। শিউলি আক্তারের মা তাদের বাড়িতে গিয়ে মেয়েকে না দেখে খুঁজাখুজির এক পর্যায়ে সুমনের বাড়ির পশ্চিম পাশে মাজু মিয়ার ডোবার মধ্যে শিউলি আক্তারকে ওড়না দিয়ে দুই পা বাধা মৃত অবস্থায় উদ্ধার করে। পরে ব্রাহ্মণপাড়া থানায়  খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে নিহত শিউলি আক্তারের মা ঝরনা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * যৌকতু * স্ত্রী হত্যা
সাম্প্রতিক সংবাদ