বরিশাল প্রতিনিধি:
চরমোনাইর মাহফিলের অনুষ্ঠিত হলো স্মরণকালের সবচেয়ে বড় জুম্মার জামাত। ফাল্গুন মাসের মাহফিলকে কেন্দ্র করে প্রতিবছর বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই ময়দানে লাখ লাখ মুসুল্লির সমাগম ঘটে।
চরমোনাইতে প্রতি বছর অগ্রহায়ন ও ফাল্গুন মাসে দুইবার মাহফিল হয়। তিন দিনের এই মাহফিলে বিদেশি বিভিন্ন দেশের মুসুল্লি সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের চরমোনাইর ভক্ত ও মুরীদানেরা আসে।
মাহফিল ময়দানে জুমার নামায আদায় করতে সকাল থেকেই বরিশাল বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মুসুল্লিরা আসতে শুরু করে। বেলা ২.১৫ মিনিটে জুমার নামাযের জামাত হয়। মাহফিল শুনতে আসা এবং জুমার নামায আদায়ের জন্য আসা মুসুল্লিদের ভীরে নির্ধারিত পাঁচ টি মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ।
১৯/২/২০২৫ ইং বুধবার বাদ যোহর উদ্ভোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের মুল কার্যক্রম শুরু হয়েছ। এবং আগামী ২২/২/২০২৫ শনিবার ফজরের নামাজের পরে আখেরি মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপী চরমোনাইর মাহফিল শেষ হয়ে।
এবছর বাংলাদেশী উল্লেখযোগ্য বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব সহ বিদেশি অনেক মেহমানরা আগমন ঘটে চরমোনাইর মাহফিলে।