মুহম্মদ আবুল বাশার:
ময়মনসিংহে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুনাকের আয়োজনে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
২১-শে ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার) ময়মনসিংহ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবীর উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ শিশু-কিশোরদের জন্য পুনাকের আয়োজনে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুনাক, ময়মনসিংহের সম্মানিত সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।