ঈদের দিন গুম পরিবারে সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আমিনুল হক
স্টাফ রিপোর্টার :
নিহত পল্লবী থানা স্বেচ্ছাসেবকদলের নেতা শহীদ মকবুলের , গুম নূরে আলম ওন পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম তারার পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
আজ বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার পর তিনি এ সকল পরিবারে যান। এ সময় পরিবারের লোকেরা তাকে পেয়ে আনন্দিত হয়।
আমিনুল হক বলেন, আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ এটার ফয়সালা করবে। এই জালিম সরকারের পতন অবশ্যই ঘটবে। আমরা সব সময় আপনাদের পাশের পাশে আছি। আমাদের স্থানীয় নেতা কর্মীরাও আপনাদের পাশে থাকবে সবসময়।
তিনি আরো বলেন, বিদেশি প্রভূদের দাসত্বের সরকার এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে। একটি স্বাধীন রাষ্ট্র যখন পরাধীন হয়ে উঠে সেই রাষ্ট্র আর জনগণের হয় না বলে এমন মন্তব্য করে বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমরা কিন্তু বিদেশিদের উপর নির্ভরশীল নই, আমরা আমাদের নিজেদের যে শক্তি, এই জনগণের উপর আমরা নির্ভরশীল, আমরা এই আওয়ামী সরকারের যেখানে জনগণের ভোটের দরকার হয় না। তাদের বিদেশি প্রভূদের দরকার হয়। তারা বিদেশি প্রভূদের দিয়ে একতরফা নির্বাচন করে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে আছে। তাদের এ ক্ষমতা তারা বেশি দিন থাকতে পারবে না। কারন বিদেশি প্রভূদের দাসত্বের সরকার এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে। একটি স্বাধীন রাষ্ট্র যখন পরাধীন হয়ে উঠে সেই রাষ্ট্র আর জনগণের হয় না।